মোঃ বেল্লাল হোসেন নাঈম নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ার ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস সাংবাদিকদেরকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, গতকাল রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে ঘটনা ঘটে। আটককৃতরা হলো- জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য সোনাদীয়া গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও ফুলক চন্দ্র দাস (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করে।
এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত কাঞ্চন কান্তি দাস জানান,ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।