মোহাম্মদ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম থেকে ৭০ পিচ ইয়াবাসহ রিয়াজ (১৮) নামের ১ ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করে কোস্ট গার্ড।
স্থানীয় সূত্রে জানাযায়, মো: রিয়াজ চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার গ্রামের আবদুল কাইয়ুম এর ছেলে। সে তার নিজ এলাকায় দীর্ঘ দিন যাবৎ ইয়াবাহ ব্যবসার সাথে জড়িত বলে জানায় স্থানীয় লোকজন।
নোয়াখালীর বহিষ্কৃত যুবলীগ নেতার বিরুদ্ধে আরও এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ
হাতিয়া উপজেলার দক্ষিণ জোন কোস্টগার্ড লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাহসিন রহমান জানান, গোপন সূত্রে জানতে পেরে গতকাল ২২অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় চরঈশ্বর ইউনিয়নে ২নং ওয়ার্ডের তালুকদার গ্রামে প্রায় কয়েক ঘন্টা অভিযান চালিয়ে গভীর রাতে ইয়াবাহ ব্যবসায়ী রিয়াজকে ইয়াবাহসহ তার নিজ বাড়ী থেকে আটক করতে সক্ষম হয়।
তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে দীর্ঘ কয়েক বছর ধরে ইয়াবাহ ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে। শুক্রবার ২৩অক্টোবর সকালে হাতিয়া থানা পুলিশের কাছে ৭০ পিচ ইয়াবাসহ হস্তান্তর করা হয়।