শিরোনাম:
নোয়াখালীর ভাসানচর থানা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “ভাসানচরে রোহিঙ্গাদের সংখ্যা আরো বাড়বে। ধীরে ধীরে ভাসানচর একটি সমৃদ্ধ এলাকা হবে। ভাসানচর নিয়ে রোহিঙ্গারা তাদের ভুল বুঝতে পেরেছে।”মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর ভাসানচর থানা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, “আমরা মনে করছি এখানে অবস্থানরত রোহিঙ্গারা শান্তিপূর্ণ পরিবেশে স্বস্তি বোধ করছে। তাই তারা দলে দলে এখানে আসতে শুরু করবে। ভবিষ্যতে এই থানাকে প্রয়োজনীয় জনবলসহ সবদিক দিয়ে আরো শক্তিশালী করা হবে।”
আসাদুজ্জামান খান জানান, এ থানাটি শুধুমাত্র রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করার জন্যে দেওয়া হয়েছে। এটি হাতিয়া উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার পূর্বে হলেও এটি হাতিয়ার অধীনে থাকবে। নতুন এ থানাসহ নোয়াখালীর মানচিত্রে বর্তমানে ১০টি থানা এ জেলার অন্তর্ভুক্ত হয়েছে।


















