পাঁচবিবিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৪ মে) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এলএসডি গোডাউন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ শামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহি কর্মকর্তা মারুফ আফজাল রাজন, আ.লীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মণ্ডল, আ.লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, পাঁচবিবি এলএসডি সিরাজুল ইসলাম, এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, এন. বি অটো রাইছ মিলের মালিক শরিফুল ইসলাম বাবু, এন, এস অটো রাইস মিলের মালিক নবীউল ইসলাম, ব্যবসায়ী আইয়ুব আলী, পৌর প্যানেল মেয়র ৩ মোঃ সাঈদ আল আমিন সাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর আরিফ রব্বানি ইস্তিসহ এল এস ডি গোডাউনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
২০২৩ অর্থবছরে চাল সংগ্রহের নির্ধারণ করা হয়েছে ৮হাজার ৭শ ১১ মেঃ টন। মুল্য ধরা হয়েছে ৪৪টাকা কেজি। ধান ১৫৪২ মেঃ টন, মুল্য ৩০ টাকা কেজি। গম ৩শ ৮৮মেঃ টন, মুল্য ৩৫ টাকা কেজি। সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।