পাঁচবিবিতে আ’লীগ নেতা আব্দুল কাদের বেপারীর দাফন সম্পন্ন
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
৭৫-র পরবর্তী পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক প্রশাসক জননেতা আব্দুল কাদের বেপারী গতকাল রোববার স্টোক করলে তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে সন্ধায় চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহ রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ যোহর বায়তুল নূর জামে মসজিদে নামাজের জানাযা শেষে সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, পৌরসভা মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, মুক্তিযুদ্ধের সংগঠক – গবেষক ও জেলা জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনিল রায়, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু, বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, পাঁচবিবি প্রেসক্লাব সম্পাদক ও উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা শাখার সম্পাদক বাবু উল্লাস কুমার হাজরা ও সিনিয়র সাংবাদিক বাবু নির্মল রায় প্রমুখ।