পাংশা পৌরসভা নির্বাচনে ৪৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।
আবুল কালাম আজাদ, রাজবাড়ী প্রতিনিধিঃ
আগামী ৩০ শে জানুয়ারী ২০২১ইং তৃতীয় ধাপে পৌরসভা নিবার্চন তার আলোকে পাংশা পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীসহ মোট প্রার্থীর সংখ্যা ৪৩ জন। এ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতিক(নৌকা) প্রার্থী হয়েছেন পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি,সাবেক পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার। তিনিসহ মোট ৪৩ জন, মেয়র পদে ১ জন,সংরক্ষিত ওয়ার্ডে ৯ জনসহ সাধারণ ওয়ার্ডে ৩৩ জন। প্রাথীরা গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্তু মনোনয়ন পত্র দাখিল করেন।
৩১ শে ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে। মেয়র পদে ১ জন ওয়াজেদ আলী মাষ্টার মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ৩১ শে ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন পত্র বাছাই ৩ জানুয়ারী ২০২১ এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১০ ই জানুয়ারী ২০২১ইং তারিখ এবং আগামী ৩০ শে জানুয়ারী পাংশা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো জানুন……………
অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।
বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।