পাংশায় হিন্দু পরিবারকে দেড় লাখ টাকা চাঁদার দাবী, আতংকে বাড়ি ছাড়া
আবুল কালাম আজাদ, রাজবাড়ীঃঃ.
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া এলাকার হিন্দু ধর্মাবলম্বী গুপিনাথ বিশ্বাস এর ছেলে পরিমল বিশ্বাস (২০) কে আটকিয়ে রেখে চাঁদার দাবী করার অভিযোগ উঠেছে।
যার পেক্ষিতে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে পরিমল বিশ্বাস এর পিতা গুপিনাথ বিশ্বাস (৫৫)।
অভিযোগে উল্লেখ করা হয় বসাকুষ্টিয়া এলাকার এরশাদ (৩৫), মসলেম (৪৫), রহিম (২৫) ও জসিম (২০) পরিমল বিশ্বাস কে ২ ঘন্টা আটকিয়ে রেখে ১৫০০০০ টাকা মুক্তিপণ এর দাবী করেছে। এখন পরিমল ও তার পরিবার বাড়ি ফিরতে ভয় পাচ্ছে।
জানা যায়, পরিমল গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ির পাশের ইরাজ এর দোকানে সিগারেট আনতে গেলে অভিযুক্তরা তাকে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ এর দাবী করে। তবে তার বাবা গুপিনাথ বিশ্বাস সংখ্যালঘু হওয়ায় তাদের ভয়ে কিছু টাকা দিতে শিকার করলে পরিমল বিশ্বাস কে ২ ঘন্টা পরে ছেড়ে দেয়।
তবে গুপিনাথ এর অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় টাকা জোগার করতে না পাওয়ায় অভিযুক্তরা বাড়িতে গিয়ে ভয় ভিতি দেখাচ্ছে। এখন প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
এখন পরিমল বিশ্বাস এর পরিবার আতংকে পালিয়ে বেড়াচ্ছে।