DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Astha Desk
মে ১০, ২০২৩ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

 

আস্থা ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আটকের পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন কর্মী-সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) বিকালে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে আটক করা হয়।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে আটক করার পর ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার ও মারদান শহরে পিটিআইয়ের নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

করাচি ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বিক্ষোভকারীরা ‘ইমরান খানকে মুক্তি দাও’ বলে স্লোগান দেন।

 

এদিকে ইমরান খানকে আটক করার পর রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যে শহরটিতে বিক্ষোভ চলছে।

 

ইন্সপেক্টর জেনারেল (আইজি) আকবর নাসির খানের বরাত দিয়ে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি রিয়েল এস্টেট কোম্পানির ৫০ বিলিয়ন রুপি বৈধ করার জন্য কয়েক বিলিয়ন রুপি নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলায় ইমরানকে আটক করা হয়েছে। সূত্র-আল-জাজিরা ও ডন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮