পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি
- আপডেট সময় : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১০২৭ বার পড়া হয়েছে
পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পাইয়ং কার্বারী পাড়া শ্রীশ্রী সর্বজনীন লক্ষী নারায়ণ মন্দিরে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা-২০২৬ পরিদর্শন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। আজ শনিবার (২৪জানুয়ারি) সন্ধ্যায় এ পরিদর্শন করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বেলাল হোসেন-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি ক্ষেত্রমোহন রৌয়াজা, পানছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমূখ।
এছাড়াও আর উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সদস্য কিনারাম ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউপি বিএনপি’র সভাপতি মোঃ আবুল হোসেন, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি পরম বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব পরিষদ পানছড়ি উপজেলা কমিটির সভাপতি উৎপল ত্রিপুরা, পূজা পরিচালনা কমিটির সভাপতি শিবু জয় ত্রিপুরা, পাইয়ং কার্বারী পাড়ার কার্বারী সাধন জয় ত্রিপুরা প্রমূখ।
প্রসঙ্গত, ২২জানুয়ারী (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এই পুজা আগামী ২৫ জানুয়ারী (রবিবার) অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা-২০২৬ সম্পন্ন হবে।











