পানছড়িতে জামায়াত প্রার্থীর গনসংযোগ ও মতবিনিময়
- আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১০১৪ বার পড়া হয়েছে
পানছড়িতে জামায়াত প্রার্থীর গনসংযোগ ও মতবিনিময়
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে ২৯৮ নং আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী গনসংযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন।
আজ সোমবার (৮ ডিসেম্বর/২৫) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সহ সদর ইউনিয়নের মোহাম্মদপুর ও দমদম এলাকায় নির্বাচনি গনসংযোগ করেন।
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে জামায়েত প্রার্থী বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জামায়াতের কোন বিকল্প নাই। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ কায়েম এর জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।









