পানছড়িতে পিসিসিপি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১০৬৩ বার পড়া হয়েছে
পানছড়িতে পিসিসিপি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর
৫ম প্রতিষ্ঠাতা বার্ষিকী পানছড়িতে পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর/২৫) পানছড়ি উপজেলা কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ৩ নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে পিসিসিপি’র পানছড়ি উপজেলা কমিটির সাবেক সভাপতি মাসুদ রানা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসুদ রানা বলেন, “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ শুধু বাঙালির সংগঠন নয়; এটি পাহাড়ি-বাঙালি সকলের মঙ্গল ও অধিকার রক্ষার সংগঠন। যেকোনো অনিয়ম ও বৈষম্য দূরীকরণে পিসিসিপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, করছে ও করবে।” পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বাঙালি ছাত্র পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে আরাফাত আয়মানকে আহ্বায়ক, তানভীর রহমানকে যুগ্ম-আহ্বায়ক, মোঃ ইলিয়াসকে সদস্য সচিব ও মোঃ শাহরিয়ার শাকিলকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পানছড়ি উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।



















