পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক
- আপডেট সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১০২৫ বার পড়া হয়েছে
পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় পণ্য আটক করেছে।
রবিবার (৮ ডিসেম্বর/২৫) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এসকল ভারতীয় চোরাই পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন-এর নেতৃত্বে টহল দল গিলাতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক এলাকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ভারতীয় মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্য রয়েছে কীটনাশক, চ্যাপা শুটকি, পপ ক্রীম, বনলতা সালসা। যার আনুমানিক মূল্য এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশত ষাট টাকা।
এব্যপারে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত এসকল চোরাচালানকৃত মালামাল চট্টগ্রামের সীতাকুন্ড কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।









