DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Astha Desk
জুলাই ১৪, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় “ন্যায্য ও সম্ভাবনাময় নিয়ে পছন্দের পরিবার নজর প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” প্রতিপাদ্যেকে ধারণ করে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার ১৪ জুলাই সোমবার সকাল ১১টায় পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, পানছড়ি থানার ওসি মোঃ জসীম উদ্দীন, পানছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, পুজগাং ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা প্রমূখ।

প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ, পছন্দের পরিবার এবং তারুণ্যের ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা, বাল্য বিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে, তবেই পরিকল্পিত পরিবার এবং তারুণ্যের ক্ষমতায়ন সম্ভব।

প্রসঙ্গত, ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এবারের শ্রেষ্ঠ সম্মাননা স্বারক ও ক্রেষ্ট গ্রহন করেন ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]