পানছড়িতে মত বিনিময় সভা অনুষ্ঠিত ও বিজ্ঞান মেলা সম্পন্ন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিষদ মাঠে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা/২৫ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) মেলা পরিদর্শন শেষে পুরস্কার বিতরণ ও দুপুর আড়াইটায় পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ)
সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরিফেন জুয়েল, ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভুঁইয়া, পিএসসি, এএসসি, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ জামায়েত ইসলামী বাৎসরিক পানছড়ি কমিটির সভাপতি মোঃ জাকির হোসাইনসহ পানছড়ি উপজেলার সকল দপ্তর প্রধান, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি।
এ সময় বক্তাগণ বর্তমান বিরাজমান পরিস্থিতির কারণে ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত ঘেষা অংশে আসন্ন হ্রাস উৎসব (ডুম্বুর মেলা) না যাওয়ার জন্য সকলকে আহ্বান করা হয়।
মতবিনিময় সভার পূর্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) সুজন চন্দ্র রায় ও পুলিশ সুপার আরিফেন জুয়েল প্রমূখ এর উপস্থিতিতে উপজেলার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।