পানছড়িতে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২৪৩১ বার পড়া হয়েছে
পানছড়িতে স্কুল ভিড়ত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
জনসচেতনতা ও দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র উচ্চ বিদ্যালয় এর সন্মনয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম ধাপে সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র উচ্চ বিদ্যালয় বনাম পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
এতে মুখ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র উচ্চ বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং পরে পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ করে পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।
পরে উভয় বিজয়ী অর্থাৎ সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র উচ্চ বিদ্যালয় ও পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বিতর্কে অংশ নিয়ে পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেঘবিন্দু চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি থানার ওসি মোঃ জসিম উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিম।
যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা টিমের সার্বিক সহযোগিতা বিতর্ক প্রতিযোগিতা বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, চেঙ্গী সারিবালা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ কিরন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা অরুন কুমার চাকমা, ইউআরসি নুরুল করিম।
আরও দায়িত্ব পালন করেন পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সুলতান মাহমুদ ও যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিটের দলনেতা আবুল খায়ের।










