পানছড়ির তৃণমূল পর্যায়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্টিত
- আপডেট সময় : ১২:২৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১২২২ বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায়ে বিএনপি পরিবারকে সু-সংগঠিত করার লক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ছন্দু মিয়া, সহ-সভাপতি মোঃ নুরুল কায়েশ শিমুল তালুকদার, সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, মুক্তিযযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাসুন রানা প্রমূখ।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামছু মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ৩নং পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হারিছ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফছার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলী, ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদারুল আলম প্রমূখ।




















