পানছড়ির লোগাং-এ মাদ্রাসা ও হিফজখানা লিল্লাহ বোর্ডিং উদ্বোধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং বাজার ইবতেদায়ী নূরানী মাদ্রাসা ও হিফজখানা লিল্লাহ বোর্ডিং উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই/২৫ইং) দুপুর ২ টার দিকে এ বোর্ডিং উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি মোঃ কিরন ভুঁইয়া, ইবতেদায়ী নূরানী মাদ্রাসা ও হিফজ্খানার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ, লোগাং বাজার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী সিরাজুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল, শান্তিনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও লোগাং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল পাশা, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ আইনুল হোসেন প্রমূখ।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন প্রতি মাসে প্রতিষ্টানটির জন্য ১শ কেজি করে চাউল দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।