DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৫ই এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ৫ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে অপহৃতদের ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপ

Astha Desk
এপ্রিল ৪, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে অপহৃতদের ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপ কতৃক অপহৃত ব্যক্তিদের ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ২ এপ্রিল ও ৩ এপ্রিল তারা মোট ৪ জনকে অপহরণ করেছিল।

বৃহস্পতিবার ৩ এপ্রিল/২৫ বিকাল ৫টার সময় পানছড়ির রূপসেন পাড়া এলাকা থেকে এলাকার জনপ্রতিনিধি ও মুরুব্বীদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছে ইউপিডিএফের সহ-সভাপতি নূতন কুমার চাকমার ছোট ভাই উত্তম কুমার চাকমা, বয়স ৫৫, (পিতা- করপ চন্দ্র চাকমা, গ্রাম- হারুবিল) ও আরেক ইউপিডিএফ সদস্য জুনান চাকমার পিতা লক্ষী চাকমা, বয়স ৬০, পিতা-মৃত: সন্তোষ চাকমা, গ্রাম-উত্তর ধুধুকছড়া।

এছাড়া অপর দু’জন হলেন সোহাগ চাকমা (৩৫), পিতা: টটো চাকমা. গ্রাম: উত্তর ধুধুকছড়া ও সাধন ভুষণ চাকমা (৪৫), পিতা: অজ্ঞাত, গ্রাম-হাতিমারা।

অপহৃতদের কী প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে কিংবা কোন মুক্তিপণ দিতে হয়েছে কি- না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, গতকাল বুধবার (২ এপ্রিল) সকাল ১০টায় বিজলী কুমার চাকমা ও বিপ্লব চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের একদল সশস্ত্র লোক উত্তর ধুধুকছড়ার নিজ বাড়ি থেকে লক্ষী চাকমাকে অপহরণ করে।

এরপর আজ বৃহস্পতিবার ৩ এপ্রিল সকাল ৭টায় বিপ্লব ও তুংলো চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ধুধুকছড়া বাজারে হানা দিয়ে নিজের দোকান থেকে উত্তম কুমার চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া নিজ নিজ বাড়ি থেকে সোহাগ চাকমা ও সাধন ভূষণ চাকমাকে তুলে নিয়ে যায়।

এদিকে অপহরণ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ সংবাদ মাধ্যমে বিবৃতি দেয় এবং পানছড়িতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ প্রদর্শন করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৬