পানছড়িতে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্টিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা ৮জন শিক্ষকের অবসর জণিত বিদায় ও সহকারী শিক্ষক নয়ন বিকাশ ত্রিপুরার মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠান এবং নয়ন বিকাশ ত্রিপুরা সহকারী শিক্ষকের মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস।
সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা, সঞ্চয়ন চাকমা, এডিন চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, পাইলট ফার্ম স.প্রা.বি প্রধান শিক্ষক আলপনা দে, লোগাং বাজার স.প্রা.বি, প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরা, পানছড়ি বাজার মডেল স.প্রা.বি, সহকারি শিক্ষক মোঃ মাসুদ আলম, পুজগাং মুখ বাজার স.প্রা.বি সহকারি শিক্ষক সুবর্না খীসা প্রমূখ।
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদা বেগম এবং লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুনিল ত্রিপুরা সঞ্চালিত সভায় মানপত্র পাঠ করেন, আলীনগর স.প্রা.বি. সহকারি শিক্ষক মাহমুদা আক্তার রুমি ও লতিবান স.প্রা.বি সহকারি শিক্ষক গৌরি ত্রিপুরা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমেই একটি দেশ ও জাতি উন্নতির চরম শিখড়ে উত্তীর্ণ হতে পারে। শিক্ষাকে বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয়। তাছাড়া শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই আলোকিত দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুষ্মিতা ত্রিপুরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মোজাম্মেল হক, স্বপন চন্দ্র সাহা, দীপেন্দ্র চাকমা, জয়ন্ত মুনি চাকমা, কুসুম বালা চাকমা, বিশাখা চাকমা, আল্পনা চাকমা, বিলকিস আক্তারকে ও নয়ন বিকাশ ত্রিপুরাকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।