DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

Astha Desk
অক্টোবর ১২, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জোন।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর ইউপির যৌথ খামার মারমা পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি।

কলম, খাতা, স্কুল ব্যাগ, ছাতা, প্যান্সিল বক্স শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও তিনি চেং সামা মগ ও কলেন ত্রিপুরার চিকিৎসার জন্য আর্থিক নগদ অনুদান প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, সদর ইউপির সদস্য মোঃ ইউসুফ আলী, প্রতিষ্টানটির প্রধান শিক্ষক ম্রানুচিং মারমা প্রমূখ।

কোন প্রকার বেতন ভাতা না পেয়ে শিক্ষকগন কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকগনকে ধন্যবাদ জানিয়ে জোন কমান্ডার বলেন, বিদ্যালয়টিতে টিন প্রদানের আশ্বাস প্রদান করেন এবং জাতীয় করণের জন্য যথা সাধ্য চেষ্টা করবেন বলে জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]