DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান-জিরুনা ত্রিপুরা

Ellias Hossain
নভেম্বর ৮, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান-জিরুনা ত্রিপুরা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে চেয়ারম্যান করা হয়েছে জিরুনা ত্রিপুরা’কে।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রথমবারের মত নতুন নারী চেয়ারম্যান হলেন জিরুনা ত্রিপুরা।

প্রজ্ঞাপন সূত্র অনুসারে বলা হয়েছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলো-খাগড়াছড়ি জেলা সদরের, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ,
মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মাটিরাঙ্গা উপজেলার এ্যাড. মনজিলা সুলতানা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), জয়া ত্রিপুরা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১০ ডিসেম্বর, ২০২০ তারিখের ২৯.০০.০০০০.২১৪, ০১,২২৪,১৮-১৫৪ নম্বর (পূর্বের গঠিত পরিষদ) প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হইল। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ৩:৩৯
  • ৫:১৮
  • ৬:৩৪
  • ৬:১০