পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
- আপডেট সময় : ১০:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৬৪ বার পড়া হয়েছে
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ
“ডাক দিয়ে যাই-সমৃদ্ধি কর্মসূচি”র শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) “ডাক দিয়ে যাই” পিরোজপুর জেলার দুর্গাপুর শাখা থেকে উক্ত ফলজ, বনোজ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আমীর হোসেন, ফোকাল (সমৃদ্ধি কর্মসূচি) ডিডিজে শিশির কুমার বিশ্বাস।
৩ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নোমান মৃধার সভাপতিত্বে ও ডাক দিয়ে যাই সম্মৃদ্ধি কর্মসূচি দুর্গাপুর এর সমন্বয়কারী মোঃ ইমরান হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ ও এলাকার গণ্যমান্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক অভিভাবকের বনায়ন কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
















