DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

প্যানেল চেয়ারম্যানের হত্যাকারী‌দের গ্রেফতার ও শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন

DoinikAstha
এপ্রিল ৫, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়া ইউনিয়নের টানা ৫ বারের ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুল গ‌ণি মন্ড‌লের হত্যাকারী‌দের গ্রেফতার ও শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রবিবার (৪ এপ্রিল)সকালে গোয়ালন্দ উপ‌জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠ‌নের আয়োজ‌নে ক‌য়েক হাজার মানুষের অংশগ্রহণে ইউ‌নিয়ন প‌রিষ‌দের সাম‌নে ঢাকা-খুলনা মহাসড়‌কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার (৩১ মার্চ) রা‌তে নিজ বাড়ীর সাম‌নে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে গুরুতর আহত হ‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান দৌলত‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল গণি মন্ডল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরী, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. র‌ফিকুল ইসলাম ছালু, দৌলত‌দিয়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোশাররফ প্রমা‌নিক, সাধারণ সম্পাদক শ‌ফিকুর র‌শিদসহ বি‌ভিন্ন নেতাকর্মীরা।

মানববন্ধ‌নে উপস্থিত বক্তারা ব‌লেন, ‘এই ঘটনায় পু‌লিশ দুইজন আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

দ্রুত সম‌য়ের ম‌ধ্যে অন্য আসামী‌দেরও গ্রেফতা‌রের দাবি ক‌রেন তারা। ‘

ঢাকা-খুলনা মহাসড়‌কের যান চলাচল স্বাভা‌বিক রাখ‌তে অ‌তিরক্ত পু‌লিশ সুপার শেখ শরীফ উজ্জ জামান, ও‌সি প্রাণবন্ধু বিশ্বাস, গোয়ালন্দ ঘাট থানার অ‌ফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবী‌রের নেতৃত্বে বিপুল সংখ্যক পু‌লিশ সদস্য উপ‌স্থিত ছি‌লেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]