শিরোনাম:
প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি
News Editor
- আপডেট সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১০৫৯ বার পড়া হয়েছে
বুধবার(২৩ সেপ্টেম্বর) প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
আইফেল টাওয়ার কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, টেলিফোনে এ ধরনের হুমকি পাওয়ার সাথে সাথে স্থাপনাটির নির্দিষ্ট এলাকা থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে। পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়ায় সতর্কতাস্বরূপ লোকজন সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।
প্যারিস পুলিশ জানিয়েছে, হুমকির পর আইফেল টাওয়ার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে নিরাপত্তা বাহিনী। তবে এর বেশি তথ্য দিতে রাজি হয়নি তারা।
আরও পড়ুনঃশান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে অস্বীকারঃ ট্রাম্প


















