DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্ত্রীকে হাওরের মাঝে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

News Editor
নভেম্বর ১, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে প্রবাসীর স্ত্রীকে হাওরের মাঝে নিয়ে ধর্ষণের অভি‌যোগে বোরহান উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সূতাপাড়া এলাকায় হাওরে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হ‌য়ে রোববার বিকেলে বোরহানসহ নৌকার মা‌ঝি স্বপন মিয়া‌কে আসামি ক‌রে ক‌রিমগঞ্জ থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, শ‌নিবার বি‌কে‌লে এক‌টি ইঞ্জিন চালিত ছোট ট্রলা‌রে ক‌রে নিয়ামতপুর ইউপির মনস‌ন্তোষ এলাকার এক প্রবাসীর স্ত্রী সূতারপাড়া ইউপির সাগু‌লি গ্রা‌মে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পার্শ্ববর্তী রৌহা পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে বোরহান উদ্দিন সাগু‌লি যাওয়ার কথা বলে নৌকায় ওঠে। তখন নৌকায় আর কোনো যাত্রী ছিল না। ‌নৌকা‌টি ছাড়ার হাওরের মাঝামাঝি গেলে মাঝির সহ‌যো‌গিতায় নৌকার দরজা-জানালা লাগিয়ে হাওরে নি‌য়ে মেয়েটিকে ধর্ষণ ক‌রে বোরহান।

বাগেরহাটের রামপালে উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সন্ধ্যার পর মেয়েটিকে স্থানীয় ফা‌জিলখালী বাজারের কাছে নামিয়ে দি‌য়ে পালা‌নোর চেষ্টা ক‌রে বোরহান। এ সময় এলাকাবাসী তা‌কে আটক ক‌রে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে তা‌কে আটকসহ ভিক‌টিম‌কে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।

ক‌রিমগঞ্জ থানার ওসি (তদন্ত) না‌হিদ হাসান সুমন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। পলাতক নৌকার মা‌ঝি স্বপন মিয়া‌কে আটকের চেষ্টা করছে পুলিশ। স্বপন সূতারপাড়া ইউপির খাকশ্রী ডভ‌টিপাড়া গ্রামের আ. কুদ্দু‌সের ছেলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬