বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় মাছের ঘের থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মোঃ সিদ্দিক শিকদারের স্ত্রী সূমী আক্তার পুতুল (২৫)। বৃহঃবার (১৫ই অক্টোবর) সকাল ৮ টায় পাশের বাড়ির আরেক গৃহবধু পানি আনতে গিয়ে একই এলাকার ইব্রাহীম মাতব্বরের মাছের ঘেরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ডাক চিৎকারে স্বামী ও এলাকার লোকজন আসে।
পরে ফকিরহাট মডেল থানায় জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফকিরহাট-মোল্লাহাট মোঃ ছয়রুদ্দিন আহমেদ ও ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। তবে এই মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের দুম্রজাল সৃষ্টি হয়েছে।
এব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন,এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি।ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর কারণ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।