DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

DoinikAstha
মে ১৯, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

 

জেলা প্রতিনিধিঃফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ৩০ বাড়িঘর ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মাসুদ শেখ ও সরোয়ার খাঁ গ্রুপ এবং একই গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার সোহেল ও ময়েনদিয়া গ্রামের মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন।

গুরুতর আহত ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের সুজন শেখ, সুমন বিশ্বাস, নিজান ও ইব্রাহীম।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কে এম মাহমুদুর রহমান বলেন, আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

এ ব্যাপারে মান্নান মাতুব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে বুধবার সকালে মাসুদের লোকজন আমার গ্রুপের লোকদের বাড়িঘর ভাঙচুর করে। বিষয়টি আমি আঁচ করতে পেরে বোয়ালমারী ও সালথা থানা পুলিশকে জানিয়ে ছিলাম।

মাসুদ শেখ বলেন, মান্নান মাতুব্বরের সঙ্গে দল না করায় সে প্রায়ই আমার লোকদের লাঞ্চিত করতো। গত সোমবার আমার চাচা ময়েনদিয়া বাজারে গেলে তাকে আক্রমণের চেষ্টা করলে তিনি দ্রুত মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া আছে। বুধবার সকালে মান্নান মাতুব্বরের লোকজন আমার গ্রুপের লোকদের ওপর অতর্কিত আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙচুর করে।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০