ফরিদপুরে ইয়াবা ফেনসিডিলসহ হোয়াটসঅ্যাপ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর প্রতিনিধিঃ
পুলিশের চোখ ফাঁকি দিতে আর কোন তথ্য যাতে প্রকাশ না হতে পারে এজন্য মাদক বেচাকেনায় ব্যবহার করা হত হোয়াটসঅ্যাপ। যে এ্যাপসের মাধ্যেমে বেশ চালিয়ে আসছিল রমরমা মাদক কেনাবেচার কারবার। কিন্ত বিধিবামঃ শেষ রক্ষা হল না হোয়াটসঅ্যাপ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফ মীর ওরফে ছোট বাবুর।
ফরিদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৯৯৫টি ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেনসিডিলসহ ছোট বাবুকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের কাঠপট্টি স্টার ফার্নিচারের সামনের পাঁকা রাস্তা থেকে আটক করেছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মোঃ রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার (২রা) দুপুরে ওই যুবককে ফরিদপুরের আদালতে পাঠিয়েছে পুলিশ। বাবু ফরিদপুরের ডোমরাকান্দির হাফিজ উদ্দিনের ছেলে।
গোয়েন্দা সূত্র জানা গেছে, মাদকের একটি চালান শহরে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের কাঠপট্টি এলাকায় ছোট বাবুকে আটককের অভিযান চালায়। এ সময় তাকে তল্লাশী চালিয়ে ৯৯৫টি ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
ডিবির ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে পাইকারি দামে ইয়াবা ও চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল এনে নিজের কৌশলে মাদক শহরের বিভিন্ন স্পটে ক্রয়-বিক্রয় করত। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাদক বেচা-কেনা সংক্রান্ত সব কথা বলত বাবু।
বিশেষ করে কোনো ধরনের খোঁজ খবর বা তথ্য যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না যায়। এভাবেই মাদকবিক্রির একটি নেট গড়ে তুলেছিল বাবু। অবশেষে তার পিছু নিয়ে তথ্য অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ হোয়াটসঅ্যাপ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। তার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিবির ওসি।