DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কমিশন রেটেই ঔষুধ ক্রয় করতে পারবে ক্রেতারা

Astha Desk
মে ২৫, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে কমিশন রেটেই ঔষুধ ক্রয় করতে পারবে ক্রেতারা

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

অবশেষে ফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কমিশন ভিত্তিক ঔষধ ক্রয় করতে পারছেন ক্রেতারা। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কতৃক ঔষধের দাম সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে ফার্মেসী মালিকদের বাধ্য করা এবং গত ফেব্রুয়ারিতে হতে সকল ফার্মেসি মালিককে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করার জন্য সমিতির পক্ষ থেকে অলিখিত বিশেষ নির্দেশনা জারি করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সমিতিটি।

 

অতএব দোকানীরা কমিশন রেটে অথবা এমআরপি মূল্যের থেকে ছাড় দিয়ে সকল প্রকার ঔষধ বিক্রি করতে পারবেন।

 

আজ বুধবার (২৪ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থানকারী সংগঠন সমূহের সাথে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, এখন থেকে ঔষধ বিক্রেতারা পূর্বের ন্যায় ক্রেতার নিকট থেকে কিছু টাকা কম রাখা বা কমিশন দিতে পারবেন। এতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া হবে না।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীরের সভাপতিত্বে ভোক্তা অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক সোহেল শেখ,‌ ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী, ফরিদপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাজহারুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি মোঃ রনি ইসলাম, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান বনি, বাতিঘর ফরিদপুরের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ফরিদপুরের সাধারণ সম্পাদক রুম্মন চৌধুরি, ব্লাড ব্যাংক ফরিদপুরের সভাপতি খায়রুল ইসলাম রোমান এসময় উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭