DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Astha Desk
মে ৩, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

 

প্রেমের সখ্যতার নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলার রায়ে লিটন মাতুব্বর নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান। আজ বুধবার তিনি এ আদেশ দেন।

 

এছাড়াও আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত। মামলার রায়ের পর আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

মামলার বিবরণিতে জানা যায়, ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের রাশেদ মাতুব্বরে ছেলে লিটন মাতুব্বর কিশোরির সঙ্গে প্রেমের সখ্যতার নাম করে প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১০ জানুয়ারি সন্ধ্যায় ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করে।

 

কিশোরীকে হত্যার হুমকিও দেয় যদি এ ঘটনা সে কাউকে বলে তাহলে প্রাণে মেরে ফেলা হবে। নিজের প্রাণ সংশয় অন্য দিকে লোক লজ্জার ভয়ে কিশোরী সহসায় কাউকে কিছু বলেনি। কিন্তু পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ হয়ে উঠার পাশাপাশি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়লে তার মাকে সব জানায়। তার মা দ্রুত মেয়েকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

স্থানীয়ভাবে ঘটনাটি জানাজানি হয়ে পড়লে দফায় দফায় গ্রাম্য সালিশ বৈঠক হলেও সেখানকার রায় মানেনি প্রতারক লিটন। পরে কিশোরীর চাচা ২০১৭ সালের ২৪ মার্চ লিটনকে আসামি করে একটি মামলা করেন। কিন্তু ভাগ্যোর কি নির্মম পরিহাস মামলা করার পরদিনই কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুশি।

 

রায়ের প্রতিক্রিয়ায় আদালত পাড়ায় উপস্থিত কিশোরী পরিবারের স্বজনেরা আবেগ আপ্লুত হয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন শুধু হতভাগ্য মেয়েটি রায়টি নিজের কানে শুনতে পারলো না তাদের অনেকের চোখ ছলছল জলে ভরে উঠে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮