DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Astha Desk
এপ্রিল ১৯, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

 

মামুনুর রশিদঃ

 

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে দু’যুবক নিহত এবং পিকআপভ্যাপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অপর একজন ব্যবসায়ী ও ইট বোঝায় ট্রলির চাপায় বিল্লাল মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ও বুধবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন।

 

জানা গেছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুরের মুসলিম মিশনের সামনে মুরগিবাহী পিকআপভ্যান, যাত্রীবাহী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। আহত দুই ব্যক্তির নাম জানা যায়নি।

 

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহতরা সম্পর্কে তার আত্মীয়। রাতে বেলায় তারাবির নামাজ পড়ে দুইযুবক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এসময় দুর্ঘটনার কবলে পড়ে নজরুল ঘটনাস্থলেই এবং রায়হানকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

 

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা স্বীকার করে আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান ও ইজিবাইক এবং মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা নেওয়া হয়।তবে পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন।

 

এদিকে নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া এলাকায় একটি পিকআপভ্যাপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপভ্যানে থাকা অপর পাঁচজন। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- বরিশালের কাউনিয়া থানার শাপানিয়া এলাকার ছাত্তার আকনের ছেলে নান্টু আকন (৬০)। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতারা সবাই গ্রুর ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

 

অপর দুর্ঘটনাটি ঘটেছে জেলার সালথায় উপজেলায়। একটি ইটবোঝায় ট্রলির চাপায় বিল্লাল মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের লাশ পড়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০