DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ‌সম্পন্ন

Astha Desk
জুন ১৪, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ‌সম্পন্ন

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ বালক ফুটবলের ফাইনাল খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে মাচ্চর ইউনিয়ন একাদশ।

আজ বুধবার (১৪ জুুুন) বিকেলে গেরদা ইউনিয়নের বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

চুড়ান্ত খেলায় ঈশান গোপালপুর ইউনিয়নকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার।

 

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

 

এসময় বক্তব্য রাখেন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ মুন্সী ঈশান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক।

 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিফাত শরীফ, টুর্নামেন্টের সেরা খেলা অনুষ্ঠিত হন রাকিবুল। গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন সাইফ দোহা দর্শন মিনার বিশ্বাস সাইফুল ইসলাম মোঃ রেজাউল করীম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসিবুর রহমান জামি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]