DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মেয়ের ফাঁসি, মাসহ দুজনের যাবজ্জীবন কারাদন্ড

Astha Desk
মে ২৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে মেয়ের ফাঁসি, মাসহ দুজনের যাবজ্জীবন কারাদন্ড

 

মামুনুর রশিদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে মা ও দুই মেয়ের সমন্বয়ে পরিবারের প্রধান কর্তাকে হত্যা মামলায় ছোট মেয়ের ফাঁসি ও মাসহ বড় মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

 

একই পরিবারের মেয়ে নিলুফা আক্তারকে (৩২) ফাঁসির আদেশ এবং স্ত্রী সাহিদা পারভীন (৫৮) ও তার আরেক মেয়ে হাফিজা বেগমকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের শেষে পুলিশ প্রহরায় মা ও দুই মেয়েকে জেলা হাজতে পাঠানো হয়।

 

মামলার বিবরণে জানা যায়, সালথা উপজেলার খোয়াড় গ্রামের মৃত হাফেজ আবুল বাশারের প্রথম স্ত্রী সাহিদা পারভীনের সঙ্গে ফরিদপুর শহরের আলীপুরের প্রামাণিক পাড়ায় ভাড়া থাকতেন। আবুল বাশার দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা হয়ে উঠেনি। প্রতিনিয়ত এবিষয় নিয়ে সংসার জীবনে চরম অশান্তির দানা বাঁধতে শুরু করে। অবশেষে হাফেজ আবুল বাশার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজের গ্রামের বাড়ি সালথায় বসবাস করেন। কিন্ত প্রথম স্ত্রী ও মেয়েদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষাসহ সংসারের সকল ব্যয় চালিয়ে আসলেও যেন কিছুতেই তার প্রথম স্ত্রী ও দুই কন্যার মনতুষ্ট হয়ে উঠেনি। অবশেষে মা ও দুই মেয়ে মিলে হাফেজ আবুল বাশারের উপর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকেন।

 

সংসারের অশান্তির আর ২য় বিয়ের সেই সূত্রতায় ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর হাফেজ আবুল বাশার প্রথম স্ত্রীর সাহিদার আলীপুরের বাসায় আসলে ওদিন সন্ধ্যায় স্ত্রী সাহিদা পারভীন, বড় মেয়ে হাফিজা বেগম ও ছোট মেয়ে নিলুফা আক্তার তাদের পূর্ব পরিকল্পনা অনুসারে হাফেজ আবুল বাশারকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পারিয়ে দেয়। এরপর কুড়াল দিয়ে মাথায় আঘাত করার পরে তাকে বটি দিয়ে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে মা মেয়েসহ দুই মেয়ে। স্বামীর ২য় বিয়ের কারণে স্ত্রী হয়ে দুই মেয়েকে নিয়ে পরিকল্পিত হত্যার ঘটনা এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি করে। এরপর হাফেজ আবুল বাশারের ভাই লোকমান ফকির বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মামলার চূড়ান্ত চার্জশিট আদালতে পেশ করতেন।

 

আরো পড়ুন :  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নওয়াব আলী মৃধা বলেন, আদালত ৩০২/৩৪ ধারায় আসামি নিলুফা আক্তারকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং সাহিদা পারভীন (স্ত্রী) ও তার আরেক মেয়ে হাফিজা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। রায় প্রসঙ্গে তিনি আরও বলেন আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রপক্ষ খুশি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]