ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ফরিদপুর প্রতিনিধিঃ
২০২৩ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া অথবা ১০০ নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে পরীক্ষা নেয়ার দাবিতে ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮আগষ্ট) দুপুর বারোটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মিছিল বের হয়ে পরবর্তীতে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
সরকারি ইয়াছিন কলেজের এইচ এস সি ২০২৩ পরীক্ষার্থী মোঃ মোস্তাকিম এর নেতৃত্বে সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সামিউল ইসলাম সিয়াম, এস এম মোস্তাকিম আহমেদ, আসিফ আহমেদ, এমদাদ হোসেন, ইয়াছিন কলেজের শিক্ষার্থী মোঃ মোরসালিন, মামুন মোল্লাসহ সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা ২০২৩ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষা ১০০নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে নেয়া অথবা পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, সময় স্বল্পতার কারণে তাদের প্রস্তুতি ভাল ভাবে নেয়া সম্ভব হয়নি। তাই ১০০ নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে পরীক্ষা নেয়া অথবা পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দেয়ার দাবি জানান। তাদের অভিমত হয়ত এ সময় তারা পেলেন ভাল ফলাফল অর্জন করে তাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছেতে আরও সহজতর হতে পারে।