DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শিশু ধর্ষণকারীর ১০ বছরের কারাদণ্ড

Astha Desk
আগস্ট ২৩, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে শিশু ধর্ষণকারীর ১০ বছরের কারাদণ্ড

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের মামলায় দ্বীন ইসলাম নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ আদালত এরায় ঘোষণা করেন। এসময় আসামী দ্বীন ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়। দ্বীন ইসলাম জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের দশ বছর বয়সী এক শিশুকে ওই দিন দুপুরে শিশুর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে দ্বীন ইসলাম। পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একদিন পর ওই শিশুর মা বোয়ালমারী থানায় এঘটনায় একটি মামলা দায়ের করেন।

ফরিদপুর শিশু আদালতের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, শিশুটিকে ধর্ষণ মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামী দ্বীন ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ আদলতের প্রতি সন্তুষ্ট এবং মামলার বাদী ন্যায় বিচার পেয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এই রায়ের মধ্যে দিয়ে সমাজ থেকে এধরনের সামাজিক গর্হিত অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১