ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁস লাগানো অবস্থায় অভিনেত্রীর মরাদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১১২৫ বার পড়া হয়েছে

ফাঁস লাগানো অবস্থায় অভিনেত্রীর মরাদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার উত্তরা থেকে হুমায়রা হিমু নামে এক অভিনেত্রীর মরাদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের হিমুর নিজ বাসা থেকে এই মরাদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, অভিনেত্রী হুমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে তাঁর স্বজনেরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা বলেন, তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, হিমুর ছোট বোন ও বয়ফ্রেন্ড তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পুলিশকে খবর দিলে হিমুর বয়ফ্রেন্ড পালিয়ে যান। সঙ্গে করে হিমুর মোবাইল ফোনটিও নিয়ে যান।

প্রসঙ্গত, অভিনেত্রী হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে সে অভিনয় শুরু করেন।

ট্যাগস :

ফাঁস লাগানো অবস্থায় অভিনেত্রীর মরাদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

ফাঁস লাগানো অবস্থায় অভিনেত্রীর মরাদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার উত্তরা থেকে হুমায়রা হিমু নামে এক অভিনেত্রীর মরাদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের হিমুর নিজ বাসা থেকে এই মরাদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, অভিনেত্রী হুমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে তাঁর স্বজনেরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা বলেন, তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, হিমুর ছোট বোন ও বয়ফ্রেন্ড তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পুলিশকে খবর দিলে হিমুর বয়ফ্রেন্ড পালিয়ে যান। সঙ্গে করে হিমুর মোবাইল ফোনটিও নিয়ে যান।

প্রসঙ্গত, অভিনেত্রী হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে সে অভিনয় শুরু করেন।