DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশ করে পানছড়িতে বিক্ষোভ মিছিল

Astha Desk
অক্টোবর ১৪, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশ করে পানছড়িতে বিক্ষোভ মিছিল

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিরিহ, মাজলুম ফিলিস্তিনীদের আত্মরক্ষার সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি, দখলদার ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ এবং মাসজিদুল আক্বসার পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটা দিকে পানছড়ি বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে সমাবেশে মিলিত হয়।

মাওলানা মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সাব্বির মাহমুদ, মুফতি হাফেজ মাওলানা মহি উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ নুরুজ্জামান, হাফেজ জমির আহাম্মদ প্রমুখ।

বক্তারা মজলুম ফিলিস্তিনিদের আত্মরক্ষার সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনির নিরিহ মুসলিমদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করতে এবং মাসজিদুল আক্বসার পবিত্রতা রক্ষার দাবি জানান।

এ সময় সকল স্থরের মুসলিম তাওহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩