DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৮শে মে ২০২৫
ঢাকাবুধবার ২৮শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় রাস্তা সংস্কারের দাবিতে বিএনপি নেতার আবেদন

Astha Desk
মে ২৬, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীয়ায় রাস্তা সংস্কারের দাবিতে বিএনপি নেতার আবেদন

মোঃ হাবিব/ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ঈদের আগে ফুলবাড়িয়া টু বৈলর রাস্তা ফুলবাড়িয়া অংশ সংস্কারের জন্য ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এর কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি, জেলা জাসাসের সহ-সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ এর উদ্যোগে লিখিত আবেদন করা হয়।

ফুলবাড়িয়া থানার সম্মুখ হইতে রাধাকানাই ইউনিয়ন অংশের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, যানবাহন পড়েছে বেকায়দায়। সামান্য বৃষ্টি হলেই পানি জমে ঘটে দূর্ঘটনা। অধ্যক্ষ সিরাজুল ইসলাম বিষয়টি উপলব্ধি করলে মানবিক কাজে জনতাকে সঙ্গে নিয়ে সরকারি সহযোগিতার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ, ফুলবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব কুদরতি কামাল উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সেলিম মিয়া, ফুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর ছিদ্দিক, ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহেল হালিম, ছাত্রনেতা আশরাফুল ইসলাম, ইলিয়াস মন্ডল প্রমূখ।

অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, সামনে পবিত্র ঈদ-উল আযহা, ঈদ উপলক্ষে গ্রামে হাজার হাজার মানুষ আসবে। তাই মানুষ যাতে নিরাপদে আসতে পারে তাই এই উদ্যোগ। যদি প্রশাসনের সহযোগিতায় কাজটা হয় আলহামদুলিল্লাহ। না হলে প্রশাসনের অনুমতিক্রমে জনগণকে সাথে নিয়ে নিজ অর্থায়নে ইট-শুরকি দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২