দেলোয়ার হোসেন,ফেনী প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঁঞায় ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩।
ফেনীর দাগনভূঁঞায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ইসলামী ব্যাংক সোনাগাজী কুঠিরহাট এজেন্ট ব্যাংকের পরিচালক মোঃ আবু জাফর শাহীনকে অপহরণ পূর্বক ২৭ লাখ ৬১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে এই ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার।
ফেনীতে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন কলেজ ছাত্রী ইমা
ঢাকা ও ঢাকার আশেপাশে অভিযান পরিচালনা করে ঘটনায় সম্পৃক্ত মোঃ জাকির হোসেন, মোঃ সবুজ মিয়া ও মোঃ ইমরান নাজির নামের ৩ জনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী (বিপিএম, পিপিএম)।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
পুলিশ সুপার জানান, ছিনতাইয়ের ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছেন। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত জাকির হোসেন বরগুনার তালতলী থানাধীন পঞ্চকরালিয়া, সবুজ মিয়া বগুড়া জেলার সদর উপজেলার জেলাদার পাড়া ও ইমরাম নাজির পাবনার চাটমোহর থানার চৌরইকুল এলাকার বাসিন্দা।
তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন ব্যাংকের সামনে অবস্থান করে প্রতিনিয়ত ডাকাতি সংগঠিত করে আসছিলো বলে জানান পুলিশ সুপার। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ফেনীর দাগনভূঁঞা ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে সোনাগাজী ফেরার পথে কুঠিরহাট এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মোঃ আবু জাফর শাহীনকে ডিবি পরিচয়ে জোরপূর্বক একটি প্রাইভেট কার যোগে উঠিয়ে নিয়ে যায়। পরে তার কাছে থাকা ২৭ লাখ ৬১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দয়াপুর নামক স্থানে ফেলে রেখে যায়। এই ঘটনায় আবু জাফর বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি মামলা দায়ের করেন।
আরো পরুনঃ
পানছড়িতে ছিনতাই-এনজিও কর্মী আহত. আটক ৩
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছ। এতে এনজিও কর্মী গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ তিন জনকে আটক করেছে।
বে-সরকারী এনজিও আইডিএফ এর পানছড়ি অফিস সূত্রে জানাযায়, আইডিএফ এর উপজেলা ব্যবস্থাপক পূর্ণজয় ত্রিপুরা ছনটিলা থেকে সমিতির কিস্থি উত্তোলন করে ফেরার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা ৩ ছিনতায়কারী পূর্ণজয় ত্রিপুরার চোখে মরিচের গুড়ি ছিটিয়ে দেয় এবং লাঠি দিয়ে এলাপাথাড়ি আঘাত করে। এতে সে গুরুতর আহত হয় এবং ছিনতায়কারীরা ৪৩ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতকে প্রথমে পানছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।