শিরোনাম:
বকশিগঞ্জে ফাঁসিতে ঝুলে এক যুবকের আত্মহত্যা
News Editor
- আপডেট সময় : ০৩:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১০৮৯ বার পড়া হয়েছে
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কাঁঠাল গাছের ডালে ফাঁসিতে ঝুলে সজিব খান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে খান পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গ্রামের দুদু খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, আটক ৩
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাস সম্রাট জানান, “মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে”।


























