বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে-আব্দুর রহমান
মামুনুর রশিদ/ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমান বলেছেন,নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ঘরে ঘরে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের উজ্জ্বল নক্ষত্র তার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার নিশ্চয়তার জন্য আজীবন যেমন সংগ্রাম করে যাচ্ছেন তেমনি আমাদেরকে জাতির জনকের জীবনাদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাহলে বঙ্গবন্ধুর আত্মার শান্তি এবং তার আদর্শের সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শহর ক্যাম্পাস মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ঐতিহাসিক জীবন পটের টেরাকোটা শিল্পকর্মের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। জেলা ও উপজেলায় কলেজ,বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস ও দুর্নীতি দূর করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন,বিএনপি-জামায়াত চক্র যতই ষড়যন্ত্র করুক না কেন নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তত্বাবাধায়ক সরকার সম্পর্কে বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন কোন মুখে বিএনপির নেতৃবৃন্দ তত্বাবধায়ক সরকারের কথা বলেন। তারা দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন। কিন্ত শেখ হাসিনা সরকার কোন চোখ রাঙ্গানিতে ভয় পায় না। সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি দলীয় নেতা কর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
কলেজ অধ্যক্ষ অসীম কুমার সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজর উপাধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।