বরগুনায় সড়ক দূর্ঘটনায় নিহত-৩
- আপডেট সময় : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
বরগুনায় সড়ক দূর্ঘটনায় নিহত-৩
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সড়কে পার্কিং করা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছে। গতকাল সোমবার ( ১৮ সেপ্টেম্বর) রাঁত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার রায়হানপুর ইউনিয়নের রুপধন এলাকার নাসির উদ্দিনের ছেলে তানভীর (২০), খাসতাবক এলাকার বাবুল হওলাদারের ছেলে মোঃ রাকিব (১৮), জামিরতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাকিব (১৮)।
স্থানীয়দের সূত্র মতে জানা যায়, রায়হানপুর ইউনিয়নের পশ্চিম লেমুয়া সড়কে একটি ট্রাক পার্কিং করা ছিল। মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ট্রাকটির সঙ্গে সজরে ধাক্কা লাগে। এতে তিন জনের মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার
মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
















