বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু
আতিকুর রহমান আতিক,মফস্বল ডেস্ক থেকে :
পুলিশ সদস্যদের কল্যাণে দূরপাল্লার যাত্রায় হ্রাসকৃত ভাড়ায় বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।
২৭ মে ২০২১ (বৃহস্পতিবার) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে এ বাস সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে গেছে।
আগামী শনিবার (২৯ মে) বিকাল ৩টায় বাসটি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ রুটের ঢাকাগামী সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ এ বাস সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ হিসেবে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের বছরপূর্তিতে পুলিশ সদস্যদের কল্যাণার্থে রাজধানী ঢাকা থেকে সকল বিভাগীয় শহরে যাতায়াতের বাস সার্ভিস চালুর উদ্যোগ নেন।
পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ এ বাস সার্ভিসের সুবিধাটি গ্রহণ করতে পারবেন। অতি দ্রুত সময়ের মধ্যেই সকল রুটে একযোগে এ সর্ভিসের বাস চলাচল শুরু হবে।