DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে নদীকেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটাতে হবেঃ প্রধানমন্ত্রীর

News Editor
অক্টোবর ১, ২০২০ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল, মুজিব কর্নার এবং ওসমানি বিমানবন্দরে সম্প্রসারণ কার্যক্রমসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রাকৃতিক পানির আধারগুলি সংরক্ষণ ও উত্তমরূপে ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, নদ-নদী বেষ্টিত দেশটিতে নদীকেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটাতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানের সুযোগ কাজে লাগাতে পারলে, বাংলাদেশ হতে পারে আন্তর্জাতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ হাব। ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। যে কোন স্থাপনা নির্মাণে, জলাধার সংরক্ষণ করতে হবে। নজর দিতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষায়।

আরও পড়ুনঃ পরিবর্তন না হলে মানবজাতি চূড়ান্ত বিলুপ্তির দিকে এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, নৌ ও সড়ক পথের পাশাপাশি আকাশপথেরও আধুনিকায়ন করা হচ্ছে।

পর্যটন ও বিমান খাতের উন্নয়ন, বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস হতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন, দক্ষিণবঙ্গে বাগেরহাটে হবে নতুন অভ্যন্তরীণ বিমান বন্দর । দেশের পর্যটন উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা।

বাংলাদেশ বিমান যাতে আরও নতুন গন্তব্যে যেতে পারে, সে আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০