বাগেরহাটে ১৯২ পিস ইয়াবাসহ আটক ১
বাগেরহাটে ১৯২ পিস ইয়াবাসহ মাহমুদ ঢালী(৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে (সদর কোম্পানি) র্যাব-৬ এর সদস্যরা। শনিবার দুপুর ১ টার দিকে র্যাব-৬ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফকিরহাট উপজেলার গৌরম্ভা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১৯২ পিস ইয়াবা,০১ টি মোবাইল ফোন এবং ০২টি সিমকার্ড জব্দ করে র্যাব সদস্যরা। আটককৃত মাহমুদ ঢালী ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের মোসলেম ঢালীর পুত্র।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ জানান,” গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাহমুদ ঢালীকে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ১৯২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদককদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।