বান্দরবানে জীপ খাদে পড়ে চালক নিহত
- আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১০৫৮ বার পড়া হয়েছে
বান্দরবানে জীপ খাদে পড়ে চালক নিহত

বান্দরবানে জীপ খাদে পড়ে সিংউমং মার্মা (৩৫) নামে এক চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টার সময় বান্দরবান সদরের কুহালং ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে জেলার রোয়াংছড়ি উপজেলার হ্লাপাইমুখ পাড়ার বাসিন্দা চিংমংপ্রু মার্মার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে একটি মাহিন্দ্র জীপ মাল নিয়ে কুহালং ইউনিয়নের এসময় গাড়ীটি কুহালং ইউনিয়নের দিকে যাচ্ছিলো।
গাড়িটি ৮নম্বর ওয়ার্ডের ভাঙ্গামুরা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা ৩যাত্রী লাফ দিয়ে বেঁচে গেলে ও ঘটনাস্থলেই চালক মারা যায়।
এদিকে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।
বান্দরবান সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, নিহত জীপ চালক সিংউমং মার্মার লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
[irp]


















