DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের ২দিন পর ঝুলন্ত লাশ উদ্ধার

DoinikAstha
মে ২১, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের ২দিন পর ঝুলন্ত লাশ উদ্ধার

 

মোঃ ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁওঃঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের চোটাগী (বাহারজিলা) গ্রামে নিখোঁজের দুইদিন পর এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে বাড়ি থেকে পূর্ব দিকে ১ কিঃ মিঃ দূরে ঝোপঝাড়ের নিমগাছের সাথে রশি দিয়ে বাধা ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

জানা যায়,চৌটাগী গ্রামের স্থায়ী বাসিন্দা অশ্বিনী কুমার সিংহ (৪৮) পিতা মৃত মুনিরাম সিংহ গত বুধবার রাত ৯ টায় বাড়ি থেকে বের হয়ে গেলে আর বাড়িতে ফিরে আসেননি।পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। নিখোঁজের পর খুঁজে না পাওয়ায় বালিয়াডাঙ্গী থানায় গত বৃহস্পতিবার সাধারণ ডায়রি করেন যাহার জিডি নং ৮১০ তারিখ ২০/০৫/২০২১ ।

শুক্রবার সকাল ১০ টায় সোমসের আলী নামক এক ব্যক্তি কৃষি কাজের জন্য জমিতে গেলে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে এলাকার লোকজন মৃত ব্যক্তির পরিবারে সংবাদ দেন,পরে ভিকটিমের লোকজন থানায় অবহিত করেন।

 

মৃত ব্যক্তির ছেলে বিজয় চন্দ্র বলেন, গত মঙ্গলবার আমার চাচাতো ভাই রজনী চন্দ্র সিংহের সাথে ২জন প্রেমিকা একজন শিফা রানী পিতা সিসেন চন্দ্র পরে ২য় বিয়ে জয়ন্তী রানী পিতা স্কেল চন্দ্রের বিয়েকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় এবং প্রেমিকা জয়ন্তী রানী পিতা,সকেল চন্দের লোকজন আমাদের সেদিন থেকে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করে আসছিলেন এবং এলাকার কয়েকজন মাস্তান ছেলে পেলে দিয়ে আমাদের হুমকি দেয় তারা।সে আরও বলেন আমার বাবাকে হত্যা করা হয়েছে আমরা এর উপযুক্ত বিচার চাই।

 

মৃত ব্যক্তির স্ত্রী মুক্তি রানী বলেন, আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

 

প্রেমিকা জয়ন্তী রানীর বাবা বলেন, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আমার মেয়েকে আপোষ মিমাংসার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়েছে, মৃত ব্যক্তির মৃত্যুর ব্যাপারে আমরা জানি না।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

 

সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

 

এবিষয়ে জানতে চাইলে ৩নং ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী জানান, গত মঙ্গলবার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে, ধারণা করা হচ্ছে অভিমানে ছেলের চাচা আত্মহত্যা করতে পারে। আমি এব্যপারে বিস্তারিত কিছু বলতে পারছি না

এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার এসআই মোঃ আব্দুস সোবহান সাংবাদিকদের জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০