বালিয়াকান্দি উপজেলার নবাগত ইউএনও বেগম আম্বিয়া সুলতানা
আবুল কালাম আজাদ রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বেগম আম্বিয়া সুলতানাকে পদায়ন করা হয়েছে।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
আরও পড়ুন ঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষকদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ
গত ১২ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩১ তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও ৩১তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা বেগম আম্বিয়া সুলতানাকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।