বিএনপি নেতা রবিনকে আটক দেখাল পুলিশ
আস্থা ডেস্কঃ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে পুরোনো মামলায় আটক দেখিয়েছে পুলিশ। আজ রোববার (২০আগষ্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী।
এর আগে গতকাল শনিবার রাতে তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে গতকাল শনিবার দিবাগত রাঁত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভীর এমন অভিযোগের পর আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে রবিনসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে আটকের কথা বলা হয়। পুলিশ বলছে, গতকাল রাতে তাঁদের আটক করা হয়েছে। যদিও বিএনপির একটি সূত্র বলছে, তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে ডিবি। এদিকে পুলিশের ভাষ্যে ১২ জন আটকের তথ্য দেওয়া হলেও রবিন ছাড়া আর কারও নাম জানায়নি ডিএমপি।