বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
স্টাফ রিপোর্টারঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার (৯আগষ্ট) বিকালে হাসপাতালে নেওয়া হবে। নানা রোগে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ায় কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে ৭৭ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সর্বশেষ গত ১৩ জুন এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।